বর্ণনা: Transfers মেনু হতে প্রথমে বেনিফিসিয়ারী ম্যানেজমেন্ট অপশনটিতে প্রবেশ করুন ।
বর্ণনা: Select Bank অপশনটির মাধ্যমে আপনি ধাপে ধাপে বেনিফিসিয়ারী সংযোজন করতে পারবেন।
ধাপ - ১: তালিকা থেকে সঠিক ব্যাংকের নাম নির্বাচন করুন।
ধাপ - ২: ব্যাংকের শাখাটির জন্য সঠিক জেলার নাম নির্বাচন করুন।
ধাপ - ৩: শাখার নাম সঠিকভাবে নির্বাচন করুন। কেননা, নির্বাচিত এই শাখাটির রাউটিং নাম্বারেই কেবলমাত্র টাকা ট্রান্সফার হবে।
ধাপ - ৪: এবার লক্ষ্য করুন আপনার চাহিদা মোতাবেক উপরের দিকে ব্যাংকের নাম, জেলার নাম এবং শাখার নাম প্রদর্শিত হচ্ছে কিনা ।
সঠিকভাবে একাউন্ট নাম্বার লিখুন , একাউন্ট এর টাইটেল লিখুন এবং পরবর্তীতে মনে রাখার জন্য একটি ছোট নাম লিখুন।
ধাপ - ৫: বেনিফিসিয়ারীর সকল তথ্যাদি পুনরায় যাচাই করে সাবমিট করুন এবং সফলভাবে বেনিফিসিয়ারী সংযোজন প্রক্রিয়া সম্পন্ন করুন।
ধাপ - ১: Add Beneficiary - Other Bank (by Routing Number) অপশনটি চাপুন।
রাউটিং নাম্বারটি লিখুন এবং চাপুন।
ধাপ - ২: এবার লক্ষ্য করুন আপনার চাহিদা মোতাবেক উপরের দিকে ব্যাংকের নাম, জেলার নাম এবং শাখার নাম প্রদর্শিত হচ্ছে কিনা।
সঠিকভাবে একাউন্ট নাম্বার লিখুন , একাউন্ট এর টাইটেল লিখুন এবং পরবর্তীতে মনে রাখার জন্য একটি ছোট নাম লিখুন।
ধাপ - ৩:বেনিফিসিয়ারীর সকল তথ্যাদি পুনরায় যাচাই করে সাবমিট করুন এবং সফলভাবে বেনিফিসিয়ারী সংযোজন প্রক্রিয়া সম্পন্ন করুন।
বর্ণনা: আপনি আপনার সংযোজনকৃত বেনিফিসিয়ারী তালিকা পেতে চাইলে Beneficiary List ট্যাবটি চাপুন।
বর্ণনা: সংযোজিত বেনিফিসিয়ারীসমূহকে ডি-অ্যাক্টিভ করতে চাইলে বাটনটি চাপুন।
ডি-অ্যাক্টিভেটেড বেনিফিসিয়ারীকে পুনরায় অ্যাক্টিভ করতে চাইলে বাটনটি চাপুন।
বর্ণনা: আপনি বেনিফিসিয়ারীর পূর্ণ তথ্যাদি পেতে চাইলে বেনিফিসিয়ারীর নামের উপর চাপুন।
স্ক্রিনে আপনার সংযোজনকৃত বেনিফিসিয়ারীর তথ্যাদি প্রদর্শিত হবে।
Download eJanata
Banking at your fingertip.Get eJanata and have the best experience with our app.
Contact
-
+8801313080101
-
+8801313080102
-
+8801313080195
-
+8801313080196
- Email Address :
-
helpdesk.ejanata@janatabank-bd.com