Guidelines

  1. বেনিফিসিয়ারী সংযোজন(BEFTN)
    1. পদ্ধতি-১
    2. পদ্ধতি-২
    3. বেনিফিসিয়ারী তালিকা

বেনিফিসিয়ারী সংযোজন

transfer_screen
বর্ণনা: Transfers মেনু হতে প্রথমে বেনিফিসিয়ারী ম্যানেজমেন্ট অপশনটিতে প্রবেশ করুন ।

1.1. পদ্ধতি-১ - Add Beneficiary - Other Bank (by Selecting Branch)

add_beneficiary_page
বর্ণনা: Select Bank অপশনটির মাধ্যমে আপনি ধাপে ধাপে বেনিফিসিয়ারী সংযোজন করতে পারবেন।
select_bank
ধাপ - ১: তালিকা থেকে সঠিক ব্যাংকের নাম নির্বাচন করুন।
select_district
ধাপ - ২: ব্যাংকের শাখাটির জন্য সঠিক জেলার নাম নির্বাচন করুন।
select_branch
ধাপ - ৩: শাখার নাম সঠিকভাবে নির্বাচন করুন। কেননা, নির্বাচিত এই শাখাটির রাউটিং নাম্বারেই কেবলমাত্র টাকা ট্রান্সফার হবে।
other_bank_beneficiary_details
ধাপ - ৪: এবার লক্ষ্য করুন আপনার চাহিদা মোতাবেক উপরের দিকে ব্যাংকের নাম, জেলার নাম এবং শাখার নাম প্রদর্শিত হচ্ছে কিনা ।
সঠিকভাবে একাউন্ট নাম্বার লিখুন , একাউন্ট এর টাইটেল লিখুন এবং পরবর্তীতে মনে রাখার জন্য একটি ছোট নাম লিখুন।
beneficiary_added_successfully
ধাপ - ৫: বেনিফিসিয়ারীর সকল তথ্যাদি পুনরায় যাচাই করে সাবমিট করুন এবং সফলভাবে বেনিফিসিয়ারী সংযোজন প্রক্রিয়া সম্পন্ন করুন।

1.2. পদ্ধতি-২ Add Beneficiary - Other Bank (by Routing Number)

add_routing_number
ধাপ - ১: Add Beneficiary - Other Bank (by Routing Number) অপশনটি চাপুন।
             রাউটিং নাম্বারটি লিখুন এবং
চাপুন।
other_bank_beneficiary_details
ধাপ - ২: এবার লক্ষ্য করুন আপনার চাহিদা মোতাবেক উপরের দিকে ব্যাংকের নাম, জেলার নাম এবং শাখার নাম প্রদর্শিত হচ্ছে কিনা।
সঠিকভাবে একাউন্ট নাম্বার লিখুন , একাউন্ট এর টাইটেল লিখুন এবং পরবর্তীতে মনে রাখার জন্য একটি ছোট নাম লিখুন।
beneficiary_added_successfully
ধাপ - ৩:বেনিফিসিয়ারীর সকল তথ্যাদি পুনরায় যাচাই করে সাবমিট করুন এবং সফলভাবে বেনিফিসিয়ারী সংযোজন প্রক্রিয়া সম্পন্ন করুন।

1.3. বেনিফিসিয়ারী তালিকা

beneficiary_list
বর্ণনা: আপনি আপনার সংযোজনকৃত বেনিফিসিয়ারী তালিকা পেতে চাইলে Beneficiary List ট্যাবটি চাপুন।
beneficiary_list_active_inactive
বর্ণনা: সংযোজিত বেনিফিসিয়ারীসমূহকে ডি-অ্যাক্টিভ করতে চাইলে বাটনটি চাপুন।
          ডি-অ্যাক্টিভেটেড বেনিফিসিয়ারীকে পুনরায় অ্যাক্টিভ করতে চাইলে বাটনটি চাপুন।
beneficiary_details
বর্ণনা: আপনি বেনিফিসিয়ারীর পূর্ণ তথ্যাদি পেতে চাইলে বেনিফিসিয়ারীর নামের উপর চাপুন।
          স্ক্রিনে আপনার সংযোজনকৃত বেনিফিসিয়ারীর তথ্যাদি প্রদর্শিত হবে।